ঢাকা থেকে লঞ্চ যোগে - সদর ঘাট থেকে ঢাকা টু রাঙ্গাবালির লঞ্চে উঠে সরাসরি চর কাজল লঞ্চ ঘাট নেমে যান চলাচলে পরিষদ আসতে সময় লাগবে মাত্র ৫ মিনিট । এছাড়া বাসযোগে সায়েদাবাদ , গাবতলী থেকে বাসে উঠে বদনাতলী এসে নেমে খেয়া যোগে চর কাজল খেয়া ঘাটে নেমে যান চলাচলে পরিষদ আসতে সময় লাগবে মাত্র ৫ মিনিট । জেলা শহর পটুয়াখালী থেকে বাসে এসে হরিদাপুর খেয়া ঘাটে নেমে খেয়া পাড় হয়ে - গলাচিপা শহরে উঠে যান যোগে বদনা তলী নেমে খেয়া যোগে চর কাজল খেয়া ঘাটে নেমে যান চলাচলে পরিষদ আসতে সময় লাগবে মাত্র ৫ মিনিট ।
নৌ ও সড়ক পথ।উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দূরত্বঃ নৌ ও সড়ক পথে প্রায় ৪২ কিঃমিঃ । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস